মইন উদ্দিন ইলাহী, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মণ্ঞ্চস্থ হল উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হেমলেট।কুবির ইংরেজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্রদের দ্বারা মণ্ঞ্চস্থ হয় এই নাটক।নাটকের পরিচালক হিসেবে ছিলেন একই ব্যাচের ছাত্র ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডের সাংবাদিক মইন উদ্দিন ইলাহী এবং ডিজাইনার হিসেবে ছিলেন একই ব্যাচের ছাত্রী শারমিন সুলতানা।কলা ভবনের নিচতলায় সকাল ১০টায় নাটক টি মণ্ঞ্চস্থ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবির ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাহিদুল আলম, একই বিভাগের শিক্ষক আকবর হোসাইন,ইত্তেপাকের সাংবাদিক শফিউল্লাহ,নিউ নেশনের আব্দুল্লাহ আল মুসায়েব এবং বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ।
Discussion about this post