কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও অন্তত ১০জন। নিহতরা হলেন- সিদলাই দক্ষিণপাড়া গ্রামের মৃত ওদুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (৪৮) ও একই গ্রামের আবদুস সোবহানের ছেলে সানু মিয়া (৬২)।
আজ শনিবার ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে জমি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছিল। আজ ভোর পাঁচটার দিকে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন। পরে চিকিৎসারত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সানু মিয়া।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণপাড়া থানার এএসআই গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Discussion about this post