কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় একটি অস্ত্র মামলায় শিপন (২৮) ও রফিকুল আলম ওরফে বাদশা (৪০) নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শিপন সদর উপজেলার শিবপুর গ্রামের বাবলু হোসেনের ছেলে এবং রফিকুল আলম ওরফে বাদশা একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১১টায় একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত শিপন ও রফিকুল আলমের দেওয়া তথ্য মতে ইবি থানাধীন শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ অস্ত্র উদ্ধার করে র্যাব-১২। পরে র্যাব-১২, সিপিসি-১ এর জেসিও ডিএডি আলী আনছার বাদী হয়ে কুষ্টিয়া ইবি থানায় শিপন ও রফিকুল আলমের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১ নভেম্বরে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
কুষ্টিয়ার পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানিয়েছেন, কুষ্টিয়া ইবি থানার এই অস্ত্র মামলাটিতে আসামি শিপন ও রফিকুল আলম ওরফে বাদশা বিরুদ্ধে আনীত অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত।
Discussion about this post