অফিস ডেস্ক
অদ্য ৩১ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ এর নোটিশ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য উদ্দিষ্ট জনগােষ্ঠীর অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দের তালিকা প্রস্তুত ও জাতীয় ভ্যাকসিন প্রয়ােগ পরিকল্পনা গ্রহণের চুড়ান্ত নোটিশ প্রদান করা হয়েছে।
উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানাে হয়েছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোভিড-১৯ মহামারী মােকাবেলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে ইতােমধ্যে জাতীয় ভ্যাকসিন প্রয়ােগ পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকারভুক্ত প্রতিষ্ঠানের উদ্দিষ্ট জনগােষ্ঠীর তালিকায় ৬ নং ক্রমিকে রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয় তথা মন্ত্রণালয়, সচিবালয়, বিচারিক ও প্রশাসনিক কার্যালয়সমূহের কর্মকর্তা এবং ১৪ নং ক্রমিকে মন্ত্রণালয়, বিভাগ, জেলা ও উপজেলাসমূহে আবশ্যকীয় জনসেবায় নিয়ােজিত কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য উদ্দিষ্ট জনগােষ্ঠীর অংশ হিসেবে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দের তালিকা Nikosh ফন্ট ব্যবহার করে Excel Format এ প্রস্তুত করে নিম্নোক্ত ছকে পত্র প্রাপ্তির ২ (দুই) কর্মদিবসের মধ্যে জেলা কমিটির সভাপতি (জেলা প্রশাসক), সদস্য সচিব (সিভিল সার্জন), linedirector@mis.dghs.gov.bd এবং solicitor@lawjusticediv.gov.bd বরাবর প্রেরণ করার জন্য অনুরােধ করা হয়েছে।
Discussion about this post