তথ্যপ্রযুক্তি আইনে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করেছে মোহম্মদপুর থানা পুলিশ।
আজ রোববার (২২ জানুয়ারি) ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরাফাত সানিকে গ্রেফতারের খবরটি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে জানান, আরাফাত সানির এক বান্ধবীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ঐ মামলায় অভিযোগ করা হয়েছে, সানি তার বান্ধবীর আপত্তিকর ছবি ইন্টারনেট ও ফেসবুকে প্রকাশ করে তার মানহানি করেছেন। এই অভিযোগেই সানিকে আজ গ্রেফতার করা হয়। তার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
Discussion about this post