জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার (০৭ মার্চ) মামলাটির প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ কোনো প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা নতুন করে এ দিন ধার্য করেন।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করে সানীর স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। আরাফাত সানীর মা নার্গিস আক্তারও এ মামলায় আসামি।
মামলার পর গত ৫ জানুয়ারি সানীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে আরও একটি মামলা করেন স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
এরপর ২২ জানুয়ারি সানীকে ঢাকার সাভার থানাধীন আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে সানী কারাগারে।
Discussion about this post