বিডিলনিউজ: হরতাল ও হরতালের আগে গত তিন দিনে ১৬ জন নিহত হওয়ার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তার বিরুদ্ধে হত্যা মামলা করার দাবি জানিয়েছেন মহাজোটের দুই সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও খান টিপু সুলতান। গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে তারা বিচারপতিদের বাসায় হামলা এবং অ্যাটর্নি জেনারেল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য এই হামলা ও হুমকি দেওয়া হচ্ছে। আলোচনার সূত্রপাত করে আবদুল মতিন খসরু বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। মানুষ হত্যা করছে।
গত তিন দিনে ১৬ জনকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায়ভার বিরোধীদলীয় নেতাকে নিতে হবে। কারণ তিনি প্রধানমন্ত্রীর দেওয়া আলোচনার প্রস্তাব মেনে নিয়ে হরতাল প্রত্যাহার করলে এই হতাহতের ঘটনা ঘটত না। তাই এই হত্যার দায়ে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মামলা হতে পারে। বিচারপতিদের বাসভবনে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই এই হামলা চালানো হচ্ছে। কিন্তু শত চেষ্টা করেও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না বিরোধী দল। তিনি স্বাধীনতাবিরোধী শক্তির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
কওমি মাদ্রাসা আইন পাসের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠীর দেওয়া হুমকির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানান খান টিপু সুলতান। তিনি বলেন, বিরোধী দলের ইন্ধনে এই হুমকি দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের মানুষ হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে কি না? এই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা সারাদেশে হত্যা-নির্যাতন চালাচ্ছে। বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এসব অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Discussion about this post