বিডিলনিউজ: সরকারি খাস জমিতে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোন ধরনের অনুমোদন না নিয়েই অবৈধভাবে নির্মাণ করা হয় বহুতল ভবন রানা প্লাজা। প্রশাসনের সহায়তায় ভবনটি নির্মাণের শুরুতে স্থানীয় ডিশ লাইনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়, সব থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং ভূমিকম্প প্রটেকশনে তৈরি হচ্ছে রানা প্লাজা। অথচ ভবনটি নির্মাণের মাত্র ৫ বছরের মাথায় তা ধসে পড়ল কোন ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা ছাড়াই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটির উদ্ধোধন করা হয় ২০০৯ সালে। যেখানে ছিলো বড় বড় দু’টি পুকুর। যা দখল করেই ভবনের কাজ শুরু করা হয়। এর মালিক শাসক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন সাভার পৌর যুবলীগের আহ্বায়ক সোহেল রানা। রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা জানান, তারা সাভারে রানা প্লাজা নামের বহুতল ভবন নির্মাণের কোনো অনুমোদন দেননি।
Discussion about this post