নাম ঘোষণা শেষ। মঞ্চে উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সংক্ষিপ্ত ভাষনের পর আনন্দে-আবেগাপ্লুত রিয়াল তারকা মঞ্চে ডেকে আনলেন ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে। পরে বাবা-ছেলে একত্রেই করলেন ফিফা ব্যালন ডি’অর জয়ের উৎযাপন-ওয়েবসাইট
বিডি ল নিউজঃ অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোই হাসলেন শেষের হাসি। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে লিওনেল মেসি আর ম্যানুয়েল ন্যয়ারকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় এবং টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর জয়ের স্বাদ পান রিয়াল মিাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফিফা ব্যালন ডি’অর অনুষ্টান কেমন কাটল ক্রিশ্চিয়ানো রোনালদোর? নিশ্চিই অসাধারণ। অনুষ্টানের শুরু থেকে শেষের বেশ কিছু গুরুত্বপুর্ণ মুহুর্তকে বন্দি করে রাখা হয় ক্যামেরার ফ্রেমে। আর দারুণ সেই মুহুর্তগুলোই দেখে নিতে পারেন এক ঝলকে।



গত বছর লিওনেল মেসি ও ফ্রাংক রিবেরিকে হারিয়ে সেরার পুরস্কার জিতেছিলেন রোনালদো। সেবার আনন্দে আত্নহারা রোনালদো আবেগে কেধে ফেলেছিলেন অনুষ্টানে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে। ব্যালন ডি’অর জয়ের উল্লাস এবারও করেছেন তিনি। কিন্তু কেধে নয়। বিশাল দীর্ঘশ্বাস ছেড়ে অন্যরকম আওয়াজ করে। এই ছবিটিই বলে দিচ্ছে তার সেই নতুন উৎযাপনের ভাষা

ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন তেমনি প্রমীলা ফুটবলারদের মধ্যে সেরা তারকা মার্তা। কিন্তু এবার ব্যালন ডি’অর জেতা হয়নি গত কয়েক মৌসুম ধরেই আধিপত্য বিস্তার করা এই ব্রাজিলিয়ানের। তবে রোনালদোকে পেয়ে সেলফি তুলতে মোটেও ভুল করলেন না মার্তা

সর্বোচ্চ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার নিজের শোকেসে তুলেন রোনালদো। আর দ্বিতীয় মেসি এবং তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হলো জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারকে।

ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানের শুরুতেই ভক্ত-অনুরাগীদের অটোগ্রাফ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হওয়া জার্মানির নাদিন কেসলারের সঙ্গে রোনালদো। এবার কেসলারের প্রতিদ্বন্দ্বি ছিলেন ব্রাজিলের নারী ফুটবলার মার্তা ও যুক্তরাষ্ট্রের আবি ওয়ামবাচ। নাদিন জার্মানি জাতীয় নারী দল ও উলফসবার্গের হয়ে খেলেন। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়ার কারণেই কতৃপক্ষ তাকে সেরা খেলোয়াড়েরর জন্য মনোনীত করেন।

ব্যালন ডি’অর অনুষ্ঠানের উপস্থাপক কেট এ্যাবদোর সঙ্গে হাস্যৌজ্জ্বল ক্রিশ্চিয়ানো রোনালদো

ব্যালন ডি’অর অনুষ্ঠানের সেরা আকর্ষণ জার্মানীর ম্যানুয়েল নিউয়ের এবং লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো

ব্যালন ডি’অর পুরস্কার জয়ের তালিকায় ফেবারিট লিওনেল মেসি ও তার বান্দবীর সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো
সূত্রঃ প্রিয়
Discussion about this post