নিজস্ব প্রতিবেদক
আসক এর শুমারী অনুযায়ী গত বছরে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ১ হাজার ৩২১ জন নারী এবং ধর্ষণের পর খুন হয়েছেন ৪৭ জন নারী। ২০২১ সালের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় এ তথ্য জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল, পরিচালক নীনা গোস্বামী, জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার (১ জানুয়ারি) আসকের পক্ষে থেকে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।
আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালে বিভিন্ন ক্ষেত্রে যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ১২৮ নারী। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হন ৭৭ জন পুরুষ। এক বছর উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ১২ নারী। এ ছাড়া যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে তিন নারী ও পাঁচ পুরুষসহ খুন হয়েছেন আটজন।
এ ছাড়া বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুম, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার পরিস্থিতি, মতপ্রকাশের অধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিক অধিকার, রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত হত্যা, নির্যাতন ও গণপিটুনিসহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয় পর্যালোচনায়। লিখিত বক্তব্যে ১০টি সুপারিশ তুলে ধরে আসক।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মো. নূর খান লিটন।
Discussion about this post