ডেস্ক রিপোর্ট
‘গরিবের আইনজীবী’ খ্যাত আবদুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
সিনিয়র আইনজীবী আবদুল বাসিত মজুমদারকে লালমাইয়ের শানিচোঁ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।বুধবার (২৭ অক্টোবর) শানিচোঁ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বনানী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রথম ও জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ কুমিল্লার লালমাইয়ে শানিচোঁ গ্রামে নিয়ে যাওয়া হয়।
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসেত মজুমদার।
তিনি ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
Discussion about this post