ডেস্ক রিপোর্ট
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শাম্মি হত্যা মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আদাবর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও ঘটনার বিবরণ দিয়ে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, শাম্মি বেগমের সঙ্গে গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (৩২) প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের ২টি ছেলে সন্তান রয়েছে।
মাঝেমধ্যেই জাহাঙ্গীর এবং তার পরিবারের সদস্যরা পারিবারিক বিষয়ে শাম্মি বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। শাম্মি বেগম তার ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসার করে আসছিল।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।
Discussion about this post