ভিন্নধর্মী কিছু আয়োজনে মুখরিত হল আজ সিঙ্গারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ছোট ছোট শিশুদের মাঝে সততা, মুক্তিযদ্ধের চেতনাকে জাগ্রত করা, বই পড়কে উৎসাহিত করা এবং বর্জ্যের সঠিক ব্যস্থাপনাকে শিশুদের মধ্যে পৌছে দেয়ার জন্য উদ্বোধন করা হল বিদ্যালয়ের নিজ অর্থায়নে সততা স্টোর, মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু কর্নার, পাঠাগার এবং সবুজ ময়লা সংরক্ষন পদ্ধতির জন্য ছোট ছোট ড্রাম!
অনুষ্ঠানে সততা স্টোর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ কর্নার ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ও পাঠাগার উদ্বোধন করেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ ।
স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও রসায়নবিদ সাঈদ চৌধুরী । তিনি বলেন আমরা স্বচ্ছ ও সৎ বাংলাদেশ দেখতে চাই, আমরা চাই ছোট্ট মনিরা এখন থেকেই শক্ত হয়ে দাঁড়াতে শিখুক, আমরা চাই পরিস্কার একটি মাতৃভূমি আর তাই আমাদের এ প্রয়াসগুলো !
শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিশুদের কাছে ডেকে ডেকে এনে সততা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর করার মাধ্যমে সততার দিকে জাগ্রত করার কথা বলেন ।
বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন বলেন “আমরা যুদ্ধ করেছি, দেশ এনেছি আমরা চাই দেশটা সৎভাবে সুন্দর ভাবে গতিশীল হোক । তিনি সৎভাবে সন্তানদের শিক্ষা গ্রহনের ব্যপারেও গুরুত্বারোপ করেন ।
সিঙ্গারদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান বিএসসি বলেন আমরা এমন উদ্যোগে আনন্দিত ও আমাদের বিদ্যালয়ও এ উদ্যোগের মত ভিন্নধর্মী বিভিন্ন উদ্যোগ কার্যকর রুপে রুপদান করবে ভবিষ্যতে ।
চাইল্ডকেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক ও লেখক ফজর আলী বলেন সততা চর্চায় বাচ্চাদের আগ্রহ তাকে আনন্দিত করছে এবং সবুজ বর্জ্য ব্যবস্থাপনায় কলাম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেড যে ভূমিকা রেখেছে তা ভিন্নধর্মী ভালো উদ্যোগ বলে অভিহিত করেন ।
এ বিষয়ে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিমিটেডের এইচআর এডমিন ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন “কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ সবসময় চায় পরিবেশ দূষণ কমিয়ে সবুজ পরিবেশ নিশ্চিত করা আর একারণেই আমরা পরিবেশ বিষয়ক যে কোন ভালো উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি এবং ক্ষুদ্র ক্ষুদ্র করে হলেও ভালো কাজে যেকোন প্রতিষ্ঠানকে সহায়তা করতে প্রস্তুত রয়েছি”।
বিদ্যালয় কমিটির সভাপতি ও সিঙ্গারদীঘি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সার্বিক ত্বত্তাবধানে পরিচালিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও কথা বলেছেন শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট সোলায়মান মোহাম্মদ, স্টুডেন্ট ও হিউম্যান লিংকের কর্ণধার সাব্বির হোসেন খোকন, সাবেক মেম্বার ও পিটিএ কমিটির সভাপতি আয়ুব আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহ সভাপতি মোফাজ্জল হোসেন ভুইঞা, মাওনা মডেল কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম মোল্লা, কবি ইউনুস সরকার, বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য ও ছাত্রছাত্রী বৃন্দ ।
Discussion about this post