গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা এই দণ্ড দেন।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, দণ্ডিত মো. শামীম (৩০), স্থানীয় বানারহাওলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। শামীম বিবাহিত এবং পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তানের রয়েছে তার।
শামীম বেকার এবং মাদকাসক্ত। বিভিন্ন সময় মাদক কেনার টাকার জন্য স্ত্রী ও মাকে মারধর করেন। এসব নিয়ে কলহের জেরে শামীমের স্ত্রী তার কন্যা শিশুকে দাদীর কাছে রেখে বাবার বাড়িতে চলে যান।
তারপরও শামীমের স্বভাবের পরিবর্তন হয়নি। টাকার জন্য শামীম তার মা ও মেয়েকে বিভিন্ন সময় মারধর করতে থাকে।
পরে অসহ্য হয়ে শামীমের মা অভিযোগ নিয়ে আসলে বৃহস্পতিবার বিকেলে শামীমের বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ শামীমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
Discussion about this post