বিডি ল নিউজঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট, পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি অত্যন্ত গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন। এ খবরে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
আসাদ খার্ল নামের এক পাকিস্তানি সাংবাদিকের বরাত দিয়ে লন্ডনভিত্তিক একটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে বলা হয়, বর্তমানে ৫৯ বছর বয়সী আসিফ আলি জারদারি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক নারীকে গোপনে বিয়ে করেছেন।নতুন এ জীবনসঙ্গীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেই এখন থাকছেন তিনি। পাত্রী তানভির জামানি পেশায় চিকিৎসক।
টুইটে আসাদ খার্ল নামের ওই সাংবাদিক দাবি করেন, ওই বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই জারদারির সঙ্গে তার ছেলে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর দূরত্ব ক্রমশ বাড়তে শুরু করে।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক পাকিস্তান অবজারভার বৃহস্পতিবার এক সংবাদে জানিয়েছে, ২০১১ সালের জানুয়ারিতে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মুসলিম শরিয়াহ আইন অনুসারে দুবাইয়ে ডা. তানভীর জামানিকে বিয়ে করেন। এই দম্পতির সাজাওয়াল নামের দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। বিয়ের সময় জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি মামনুন হোসাইনের কাছে ক্ষমতা হস্তান্তরের পর সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি। তখন থেকে সেখানে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দিন কাটছে তার। বিষয়টি এতদিন গণমাধ্যমে আসেনি। তবে বর্তমানে পাকিস্তানের কয়েকটি ওয়েবসাইটে ৫১ বছর বয়সী তানভীরের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে।
জানা যায়, এ বিয়ের খবর প্রকাশ হওয়ার পর বাবা জারদারিসহ পিপিপির জ্যেষ্ঠ নেতারা বারবার অনুরোধ করলেও বিলাওয়াল বাবার কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্তে অনড় রয়েছেন। এমনকি গত বছরের ডিসেম্বরে মা বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেননি তিনি।
অবজারভারের তথ্য মতে, বিয়ের খবর প্রকাশ হওয়ার পর পিপিপি নেতা, কর্মী-সমর্থক, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। আর ওই সময়ে খবরটি ‘মিথ্যা’ প্রমাণ করতে গণমাধ্যমগুলোর পেছনে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেন জারদারি। খবরটি তখন চাপা পড়লেও জারদারির বাবা হাকিম আলী খান জারদারি এ খবর শুনে স্ট্রোক করেন। হৃদরোগে ৩ মাস ভুগে তিনি ওই বছরের মে মাসে মারা যান।
জারদারি ও বেনজিরের তিন সন্তান রয়েছে। এরা হলেন, বিলাওয়াল ভুট্টো, বখতিয়ার ভুট্টো ও আসিফা জারদারি। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো আত্মঘাতী হামলায় মারা যান।
Discussion about this post