বিডিলনিউজ: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। ৭ মার্চ থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এ আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম যুক্তি উপস্থাপন শেষ করে গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘গোলাম আযম শুধু মুক্তিযুদ্ধকালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের “মাস্টারমাইন্ড” ছিলেন না, তিনি ছিলেন মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী।’শারীরিক অসুস্থতার কারণে গোলাম আযমকে আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়নি। তিনি বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালের কারাকক্ষে আটক আছেন।
Discussion about this post