কক্সবাজার প্রতিনিধি:- মুহাম্মদ জুনাঈদুর রাজ্জাক
চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ও চকরিয়া চৌকি বার থেকে নির্বাচিত জেলা প্রতিনিধি এ্যাডভোকেট এ.এস.এম শাহারিয়ার ফয়সাল মহোদয়ের চেম্বারে ব্যাপক ভাঙ্গচুর লুটপাট ও মূল্যবান কাগজপত্রের ক্ষয়ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চকরিয়া বারের পিপি এ্যাডভোকেট শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মঈনউদ্দীন সহ চকরিয়া (চৌকি) আইনজীবী সমিতির সকল সম্মানিত আইনজীবীগণ।
আলোচ্য বিষয়ে সভাপতি আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু সাহেব বলেন “আমি আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘদিনের বেড়ার চেম্বার ভেঙে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করায় হাজারিকা মানে ইসমাঈলের বউ গং উন্নয়ন কাজে বাঁধা দেওয়ার নিমিত্তে এই অপকর্ম ঘটিয়েছেন”, তিনি আরও বলেন, ” আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়া জেলা প্রতিনিধি এ্যাডভোকেট ফয়সাল বলেন “এসব অপকর্ম করে বারের উন্নয়ন কাজ থামিয়ে রাখা যাবে না, চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে ও অপরাধীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।
আইনজীবী সমাজের উপর এমন ন্যাক্কারজনক হামলায় তীব্র নিন্দা ও অপরাধী শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন সংশ্লিষ্ট সচেতন মহল।
Discussion about this post