ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদরাসাছাত্র ইফতেখার মালেকুল মাশফি হত্যা মামলায় গ্রেফতার শিক্ষক জাফর আহমেদকে (৬০) দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।জাফর আহমেদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুধকুমড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে।
রোববার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে সকালে জাফর আহমেদকে গ্রেফতার দেখিয়ে চারদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান রোববার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে বোয়ালখালীতে মাদরাসা শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তিন শিক্ষককে আটক করা হয়। তাদের মধ্যে থেকে জাফর আহমদকে সন্দেহ হলে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্য দুই শিক্ষককে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জাফর আহমদকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৫ মার্চ) সকালে বোয়ালখালীর পশ্চিম চরনদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে সাত বছর বয়সী মাদরাসাছাত্র ইফতেখার মালেকুল মাশফির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শুক্রবার (৪ মার্চ) দিনগত রাতের যে কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মাশফির মামা মাসুদ খান বাদী হয়ে শনিবার বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
Discussion about this post