চট্টগ্রামে প্রকৌশলী সোহেল চৌধুরীকে (৩৬) হত্যার ঘটনায় তার ছোট ভাই মোবাশ্বের চৌধুরী প্রকাশ রায়হানকে ঢাকা থেকে আটক করা হয়েছে।
সোমবার রাত ১টার দিকে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজাহারুল ইসলাম বলেন, সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রাথমিকভাবে তিনি ভাইকে মারার কথা স্বীকার করেন। তাকে মতিঝিল থানায় রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছিলেন সোহেল চৌধুরী নামে ওই প্রকৌশলী।
Discussion about this post