চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে ইসলামী ছাত্রশিবিরের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১৪ জন, ডবলমুরিং থেকে আটজন এবং চকবাজার ও পতেঙ্গা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
শুক্রবার রাতে নগরীর চকবাজার, বাকলিয়া, ডবলমুরিং ও পতেঙ্গা থানার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতে ছাত্রশিবিরের কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। তবে চকবাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্র শিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদক তৌহিদুল মিনহাজও আছেন।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে কালামিয়া বাজার থেকে সাতজন এবং রসুলবাগ এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে।
এদিকে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকেও শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Discussion about this post