ডেস্ক রিপোর্টঃ-
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং বিভিন্ন ধরনের অসুস্থতায় এই বছর ৬ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের ৬২ জন আইনজীবী মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি-সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিসুর রহমান, অ্যাডভোকেট ড. এনামুল হক ও অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানসহ আরো অনেকে।
গত ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে এক শোক সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ৬ অক্টোবর পর্যন্ত ৬২ জন সদস্যকে হারিয়েছি এবং শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একমাত্র জানাজা হয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাহবুবে আলম আমাকে বলেছিলেন, কাজলকে দেখলে ভয় লাগে। শুধু মরা মানুষের মেসেজ পাঠায়। ওর বার্তা আসলে আতঙ্ক লাগে, এই বুঝি কোনো মৃত্যুর সংবাদ আসলো।দুর্ভাগ্যজনকভাবে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুর খবরের মেসেজটিও আমাকেই পাঠাতে হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি কাজী সাজাওয়ার হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার কাজী সিরাতুন নবী, অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেনসহ আরো অনেকে মৃত্যূ বরণ করেন।
Discussion about this post