ছায়া অধিবেশনে সংখ্যালঘু সুরক্ষা বিল – ২০২১ না জয় যুক্ত হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
গত ১৮ই ডিসেম্বর, ২০২১ ইং তারিখে বাংলাদেশ লিডার্স এসেম্বলি ( শ্যাডো পার্লামেন্ট ) এর উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে “সংখ্যালঘু সুরক্ষা বিল – ২০২১ ” এর উপরে দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ছায়া অধিবেশন অনুষ্ঠিত হয়। ছায়া অধিবেশন শেষে প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ী ছায়া সাংসদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
সেখানে অধিকাংশ ব্যক্তি ছায়া সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন আইনের ছাত্রছাত্রী ও আইনজীবীবৃন্দ । উল্লেখ্য যে, একটি বিষয় কিভাবে সংসদে বিল হিসেবে উপস্থাপন হয় এবং সেই বিল কিভাবে আইনে পরিণত হয় তা উক্ত অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে চর্চা করা সম্ভব । অর্থাৎ, উক্ত ছায়া অধিবেশন এর মাধ্যমে একজন ছায়া সাংসদ হিসেবে আপনার বিল এর উপরে বক্তব্য রাখার এবং আইন প্রণয়ন সম্পর্কে জানার সুযোগ থাকে।
গত ১৮ই ডিসেম্বর, ২০২১ ইং তারিখে বাংলাদেশ লিডার্স এসেম্বলি ( শ্যাডো পার্লামেন্ট ) এর উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তা ও ছায়া রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন এডভোকেট আইনুল ইসলাম বিশাল। উক্ত ছায়া অধিবেশনে স্পীকার হিসেবে মনোনীত হন মোঃ নুরুল আমিন ভূঁইয়া।
উক্ত অধিবেশনে ছায়া প্রধানমন্ত্রী মোঃ রাসেল আহমেদ – ছায়া সাংসদ কুমিল্লা- ০৩, ছায়া বিরোধী দলীয় নেতা শিমুল আহমেদ মোঃ শিমুল আহমেদ – ছায়া সাংসদ বরিশাল- ০৩ হিসেবে মনোনীত হন।
উক্ত ছায়া অধিবেশনে দেশের নির্বাচিত ৩০০ টি আসনের মধ্য থেকে অধিকাংশ আসন থেকে প্রস্তাবিত সংখ্যালঘু সুরক্ষা বিল – ২০২১ এর বিষয়ে ছায়া অধিবেশনে ছায়া সাংসদগণ তাদের নির্বাচনি এলাকার প্রতিনিধি হিসেবে এই বিলের পক্ষে ও বিপক্ষে তাদের মুল্যবান বক্তব্য ও যুক্তি তুলে ধরেন। পরবর্তীতে অধিবেশন শেষে সংখ্যালঘু সুরক্ষা বিল – ২০২১ বিলটি প্রকাশ্য ছায়া সাংসদের কন্ঠ ভোটে না জয় যুক্ত হয় ।
দেশে মুক্ত রাজনীতি চর্চা ও দেশে বিদ্যমান নানাবিধ সমস্যাবলি নিয়ে তরুণদের চিন্তাভাবনা, মতামত এবং সেগুলো সমাধানে তাদের প্রস্তাবিত ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
” সংখ্যালঘু সুরক্ষা বিল – ২০২১” এর উপর অনুষ্ঠিত অধিবেশনে শ্রেষ্ঠ ছায়া সাংসদ (প্রথম) হয়েছেন সাইফুর রহমান আহসানী – ছায়া সাংসদ নারায়ণগঞ্জ ০৩, উপহার হিসেবে পেয়েছেন ক্রেস্ট এবং ১০০০ টাকার প্রাইজমানি।
শ্রেষ্ঠ ছায়া সাংসদ (দ্বিতীয়) হয়েছেন জাসেম আহমেদ – ছায়া সাংসদ পিরোজপুর ০৩, উপহার হিসেবে তিনি পেয়েছেন ক্রেস্ট এবং ৫০০ টাকার প্রাইজমানি। শ্রেষ্ঠ ছায়া সাংসদ (৩য়) হয়েছেন সাব্বির আহমেদ, উপহার হিসেবে তিনি পেয়েছেন ক্রেস্ট এবং ৩০০ টাকার প্রাইজমানি।
আমরা মনেকরি এই ধরনের প্রোগ্রাম আইনের ছাত্রছাত্রীদের জন্য খুবই কার্যকরী। আগামীতেও বাংলাদেশ লিডার্স এসেম্বলি ( শ্যাডো পার্লামেন্ট ) কর্তৃক এমন আয়োজন অব্যাহত থাকবে।
বাংলাদেশ লিডার্স এসেম্বলি ( শ্যাডো পার্লামেন্ট ) এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু এটি কোন রাজনৈতিক দল নয় ।
Discussion about this post