সাংবাদিক নিয়োগ
জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ-দেশের সর্ব স্তরের মানুষ এখন আতংকে দিন কাটাচ্ছে। পাশাপাশি জনগণের আয় কমছে এবং বাড়ছে ব্যয়।
দেশের শিক্ষিত বেকার মানুষগুলো যখন কাজ করতে না পেয়ে দিশেহারা,
ঠিক সেই সময়েই নামে-বেনামে বের হচ্ছে অসংখ্য ভুয়া সংবাদপত্র।যার নেই কোনও ধরনের সরকারি অনুমোদন।
জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগে মিথ্যা প্রলোভন
আর সেসব পত্রিকায় সাংবাদিক নিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে চাকরির নাম করে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিচ্ছে সেসব পত্রিকার সম্পাদকরা।
ভুয়া সাংবাদিকের জন্ম হবে না কেন?
আমার জানামতে,অনেকটা সুপরিচিতই বলা যায়,একটি দৈনিক পত্রিকা আছে। তারা নাকি তাদের চাদার টাকা নিয়ে অনেকটা কম্পিটিশন করেন।
যেমনঃ তাদের দেয়া একটা টার্গেট থাকে প্রত্যেকটি রিপোর্টারের ওপর।
কে কত টাকা বেশি চাদা তুলতে পেরেছে!
সেখানে ১ম,২য়,এবং ৩য় বিজয়ী অনুসারে তাদের আবার পুরস্কৃতও করা হয় বোর্ড মিটিয়ে।কি মজার,তাই নাহ!
ভুয়া সাংবাদিকের জন্ম হবে না কেন?

মুলত,
জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ এর প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়া টাই তাদের মুখ্য উদ্দেশ্য।
এমনও কিছু সংবাদপত্র রয়েছে,যার নাম কেউ কোনদিন শোনেও নি,দেখেনি তাদের সম্পাদকের চেহারা টাও।
আর সেসব পত্রিকায় সাংবাদিক হওয়ার কোন যোগ্যতার প্রয়োজন না পড়লেও ৫/৮ হাজার টাকার বিনিময়ে মিনিটের মধ্যেই হওয়া যায় সংবাদকর্মী।
আবার এসব নামধারী ভুয়া সাংবাদিকরা সাংবাদিকের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করছে দিনের পর দিন।যা কথিত সংবাদপত্রের কথিত সম্পাদকের সাথে চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা করা হয়।
ভুয়া সাংবাদিকের জন্ম হবে না কেন?
একজন প্রকৃত দেশ প্রেমিক সাংবাদিকের কাছে এর চেয়ে অপমান ও লজ্জার আর কিছু নেই।
যারা এতো বড় একটি দায়িত্ব নিয়ে সৎ ভাবে তাদের কাজ করে যাচ্ছেন,দিনের পর দিন,এমন কিছু বাকওয়াস্ পত্রিকা আর সেসব পত্রিকার সংবাদকর্মীদের জন্য,সাংবাদিক সমাজ আজ নিজের কাছেই প্রশ্নবিদ্ধ,কেন?
এসব ভুয়া,নামধারী পত্রিকা আর নামধারী সাংবাদিক দের জন্য,একজন প্রকৃত সাংবাদিকের সন্মান নিয়ে প্রশ্ন তোলা হয় কেন?
এসব ভুয়াগন যেন সাংবাদিকতার সংগা টা-ই পাল্টে দিয়েছে!!তাই জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম গুলো এসব ভুয়া সংবাদপত্র নিয়ে একাধিকবার অনেক ধরনের অনুসন্ধান ও প্রতিবেদন করলেও,লাভ কি?
তারা করছে তাদের কাজ।
থেমে তো নেই এ সমস্ত প্রতারক নামধারী ভুয়া সংবাদপত্রের মালিক এবং সাংবাদিকদের কুকর্ম।
প্রশাসন ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রতিনিয়ত।
তবুও থেমে নেই এধরণের প্রতারক চক্রের সদস্যরা।ধরে নিয়ে যায়। আবার জামিনে বের হয়ে আড়ালে করে একই কাজ।
ভুয়া সাংবাদিকের জন্ম হবে না কেন???
আপনারা আমার চেয়ে অনেক অনেক বিজ্ঞ।
বিচার টা না হয়,বিবেক থেকেই করবেন!!
তিন ভাই ভুয়া সাংবাদিক বিস্তারিত পড়ুন
Discussion about this post