নিজস্ব প্রতিবেদক: হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত ৫১২ জন জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। তবে আদালত থেকে এখন পর্যন্ত ৩০০ জঙ্গি জামিনে বের হয়েছে এবং তাদের অধিকাংশই এখন পলাতক।
আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঈদ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
র্যাব ডিজি বলেন, ‘বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স ও অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যেকোনও চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।’
জঙ্গি আসামিদের পক্ষে আইনি লড়াই না করার অনুরোধ জানিয়ে আইনজীবীদের প্রতি তিনি বলেন, ‘চুরি-ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণসহ ৮-১০টির অপরাধের সঙ্গে জঙ্গি আসামিকে এক করলে হবে না। তাদের ক্ষেত্রে আইনি লড়াই না লড়তে আইনজীবীদের অনুরোধ করছি।’
জঙ্গিদের কাছ থেকে কেউ মুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জঙ্গিদের জামিনের জন্য লড়ছেন, তারা কিন্তু হামলার শিকার হতে পারেন। টাকা পেয়েই জঙ্গি আসামির জামিনের জন্য লড়া ঠিক নয়৷ আইনজীবীদের ওপরও জঙ্গিরা হামলা চালিয়েছিল।’
Discussion about this post