জামিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
একটি দেশের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে ।আপনি যখন কোন মামলায় জড়িয়ে যাবেন তখন আপনাকে আদালতে উপস্থিত হয়ে জামিন নিতে হয়। জামিন কী ? জামিন কীভাবে নেবেন ? জামিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিচে বর্ণনা করা হলোঃ-
জামিন সম্পর্কে ধারণা
ফৌজদারি মামলা যেভাবে হতে পারে (১) থানায় এজাহারের মাধ্যমে (২) আদালতে সরাসরি আবেদনের মাধ্যমে (৩) জিডির মাধ্যমে। কোন ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা হলে তাকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে।আবার কিছু ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ থেকে সীমিত পরিসরে আগাম জামিন চাওয়া যায়। তবে সাধারণত আগাম জামিন মঞ্জুর হয় মাত্র কয়েক সপ্তাহের জন্য। জামিনের মেয়াদ শেষ হওয়ার দিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে।আইনে জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ ভাগ করা আছে।
যদি নিম্ন আদালত জামিন নামঞ্জুর করেন, তখন তাকে দায়রা আদালতে জামিন চাইতে হয়।যদি দায়রা আদালত জামিন না দেন তাহলে তাকে হাইকোর্ট বিভাগ থেকে জামিন নিতে হবে। মনে রাখবেন জামিন যেভাবেই হোক না কেন, আপনাকে কিছু শর্ত মানতে হবে ।
জামিন কি?

যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় তারপর তিনি আদালত থেকে যে জামিন নিয়ে থাকেন সাধারণত তাকে জামিন বলে। আমরা দেখি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয় তারপর তিনি গ্রেফতার এড়াতে আদালত থেকে যে জামিন নিয়ে থাকেন সাধারণত তাকে আগাম জামিন বলা হয় । আর যখন কারাগারে আটক থাকা অবস্থায় মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত যে জামিন নেওয়া হয় তখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন বলে।
সাধারণ জামিন যা আসামীর আটকের পর আদালত কর্তৃক মঞ্জুর হয়। আর আরেক ধরনের জামিন হল আগাম জামিন /(Anticipatory Bail) যা আসামীর গ্রেফতারের পূর্বে আদালত মঞ্জুর করে থাকেন।
আগাম জামিন কি?

জামিনের সাধারণ নিয়মের ব্যতিক্রম হিসেবে হাইকোর্টের একান্ত এখতিয়ার অনুযায়ী এ ধরনের জামিন দেওয়া হয়।মনে রাখবেন যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার হওয়ার অনুমানে জামিন দেওয়া হয় তখন তাকে Anticipatory Bail / আগাম জামিন বলে।
যখন কোনো ব্যক্তির নিকট বিশ্বাস করার এমন কারণ থাকে যে, তিনি কোনো জামিন অযোগ্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন, তখন তিনি হাইকোর্ট বিভাগে আবেদন করলে আদালত যদি মনে করেন তাহলে উক্ত ব্যক্তিকে ভবিষ্যতে গ্রেপ্তার করা থেকে বিরত রাখার জন্য আগাম জামিনের নির্দেশ দেবেন।
জামিনের শুনানিতে যা উপস্থাপন করতে হয়ঃ-
মনে রাখতে হবে আগাম জামিন পাওয়ার জন্য আবেদনকারীকে আদালতের সামনে প্রমাণ করতে হবে যে, তিনি সরকারের বিরাগভাজন হয়ে গ্রেপ্তারের আশঙ্কা করছেন। তাঁকে দেখাতে হবে যে, রাষ্ট্রপক্ষ অসৎ উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করতে চায় এবং এতে করে তাঁর সুনাম এবং স্বাধীনতায় অপূরণীয় ক্ষতি হতে পারে।
অন্তর্বর্তীকালীন জামিন কি?
কোনো ব্যক্তি পুলিশের হাতে আটক হওয়ার পর মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত কারাগার থেকে বের হতে হলে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুযায়ী আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিতে হবে। তবে এ ক্ষেত্রে জামিনের জন্য কতগুলো ধাপ অতিক্রম করতে হয়।

জামিন কখন মঞ্জুর হবে বা হবে না, মেয়াদকাল এবং এর কার্যকারিতাঃ-
কখন আদালত আসামীর আগাম জামিন মঞ্জুর করেন?
আগাম জামিন আদেশের বলবতযোগ্যতার মেয়াদকালঃ-
ফৌজদারী কার্যবিধি আইন সম্পর্কে বিস্তারিত পড়তে ক্লিক করুন
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
Discussion about this post