ছোট থেকেই শান্ত ও সৎচরিত্রের অধিকারী অসীম । স্কুলজীবন থেকে শুরু করে কলেজ পর্যন্ত কোনোদিন কারও ক্ষতি করেছে এমন কোনো অভিযোগ কারো কাছে পাওয়া যায়নি । আর এই ছেলেটিই কিনা আজ প্রাণ বাচাঁনোর ভয়ে দেশ ছাড়তে হচ্ছে !
মোবাইলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে দুর্বৃত্তরা । হুমকি পাওয়ার পর পুলিশের শরণাপন্ন, থানায় একাধিক সাধারণ ডায়েরিও (জিডি), এলাকার লোকদের জানানো কিছুই বাকী রাখেনি অসীম(২৩) । এতো কিছু করার পরও তার কোনো লাভ হয়নি । পরিশেষে বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর আশায়, দুর্বত্তদের হাত থেকে নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ২৩ বছরের এই যুবক ।
হ্যা অবিশ্বাস্য হলেও এটিই সত্য ! এই করুণ কথাগুলো বলেছেন তারই মমতাময়ি মা জাহানারা বেগম। শুধু হুমকিই নয় এর আগে অনেকবার হামলারও শিকার হয়েছেন এই যুবক ।
অভিযোগ করে জাহানারা বেগম বলেন, অনেকদিন আগে থেকে মোবাইলে হুমকি দিয়ে আসছিল আমার ছেলেকে।
তিনি আরও বলেন ছেলের জীবনের নিরাপত্তার কথা ভেবে ৩ বছর ধরে জন্মস্থান কোটালিপাড়া ছেড়ে গোপালগঞ্জে চলে আসছি তবুও তারা এখনো পিছু ছাড়েনি। রাতে ঠিকভাবে ঘুমাতে পারছি না ছেলের চিন্তায় । প্রতি মুহুর্তে ছেলেকে নিয়ে অনেক ভয়ে দিন পার করছি।
তাছাড়াও গত রোজার সময় অপহরণ করে ধরে নিয়ে যায় অসীমকে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে।
অভিযোগ করে অসীম বলেন, একবার আমাকে অপহরণ করেছে কয়েকবার মেরে ফেলার চেষ্টা করেছে কিন্ত আল্লাহর রহমতে বেঁচে গেছি । প্রতিমুহুর্তে এতো ভয় নিয়ে চলা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই জীবন বাঁচাতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয়েছি ।
Discussion about this post