ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (৩০) গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিল শার্ট-প্যান্ট।
আজ রবিবার সকালে উপজেলার বড় মৌকুড়ি গ্রামের একটি খাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, সকালে গ্রামের খালে ক্ষতবিক্ষত একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার চৌকিদাররা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Discussion about this post