ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: র্যালি, আলোচনা সভা, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী টাঙ্গাইলের মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি বোস বিপ্লব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রীমতি সাহা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ একাব্বর হোসেন এমপি, শিক্ষাবিদ মিস প্রতিভা মুৎসুদ্দী, কুমুদিনী কল্যাণ সংস্থার সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ। পরে বিকেলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, গত ১৯১৫ সালের ১৫ জানুয়ারি মির্জাপুর গ্রামের সদয় কৃষ্ণ সাহা পোদ্দার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
Discussion about this post