ফরিদ মিয়া, টাঙ্গাইল থেকে ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কাল শনিবার দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মন্ত্রীর আগমন উপলক্ষে নাল্লাপাড়ায় সাঁজ সাঁজ রব বিরাজ করছে। অন্যদিকে মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলার খানাখন্দে ভরা সড়ক তড়িঘড়ি করে জোড়াতালি দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কগুলোতে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও সওজ ছিল নির্বিকার। এ অঞ্চলের হাজারো মানুষের দাবি ছিল তাদের কাছে উপেক্ষিত। মাঝেমধ্যে নিম্নমানের নির্মাণ সামগ্রী দ্বারা নাম মাত্র সংস্কার করলেও তা আবার সপ্তাহ খানেকের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে এসে জনদূর্ভোগের সৃষ্টি করে। এবার খানা খন্দে ভরা সড়কে মন্ত্রীর আগমন উপলক্ষে ও তার প্রশংসা পেতে আবারও নিম্নমানের খোয়া ও কাদামাটি দ্বারা গর্ত ভরাট করে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করছে সওজ বিভাগ। এলাকাবাসীর সান্তনা তবুওতো কিছুটা হলেও মন্ত্রীর আগমনের খাতিরে রাস্তাটির সংস্কার হলো !
Discussion about this post