বিডিলনিউজঃ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলেও শেষ ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি জয়ের ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ডের খেলয়াড়েরা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ হবে নিউ জিল্যান্ডের।
ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এখন তাদের চোখ একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দিকে। গতকাল সোমবার এমনটাই জানালেন নিউজিল্যান্ডের কলিন মানরো। কলিন মানরো’র চোখ মুখ দেখে বোঝার উপায় ছিল না যে একদিন আগেই বড় একটা ধাক্কার মুখোমুখি হতে হয়েছে তার দলকে। হাসিমুখেই তিনি বললেন, ‘আমাদের অনেক প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক।’
সিরিজ হারের পরও ইতিবাচকতা খুঁজে পাওয়ার ব্যাখ্যা দিয়ে মানরো বলেন, ‘আমরা শেষ ম্যাচে হারলেও ভালই খেলেছিলাম। আমার আর রস টেলরের পার্টনারশিপটা ভাল জমেছিল। এর ফলে দলের মধ্যে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে এসেছে। আর ব্যক্তিগত দিক থেকে বলতে পারি, আমারও অনেক লাভ হলো। উপমহাদেশীয় কন্ডিশন বুঝে ওঠা দরকার ছিল। শ্রীলঙ্কা সিরিজে এটা কাজে দিবে।’
“শ্রীলঙ্কা সফরের আগে আমরা একটি জয় চাই। ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যাওয়া খুব হতাশাজনক। এমন একটি ফলাফল আমাদের কারোরই প্রত্যাশিত নয়। যা হয়ে গেছে, তা নিয়ে ভেবে লাভ নেই, আমরা জয় দিয়ে শেষ করতে চাই।”
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
Discussion about this post