রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ব্যবসায়ী জিয়াউল হক টুকু হত্যা মামলার প্রধান আসামি নয়ন আদালতে আত্মসমর্পণ করেছে।
বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ নয়ন আত্মসমর্পণ করেন। এরপর আদালতের বিচারক মোকসেদা আজগরের কাছে আসামি জামিন আবেদন করেছে। এখন পর্যন্ত আদালতের বিচারকাজ চলছে (একটা ৩০ মিনিট)।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল বিকেলে নগর ভবনের সামনে টুকু তার ব্যবসায়িক চেম্বারে গুলিবিদ্ধ হন। এ সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাত এক ব্যক্তিসহ মোট পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ রবিউল ও জসিমকে আটক করে। তবে অজ্ঞাত ওই ব্যক্তিসহ সন্দেহভাজন শুটার নয়ন এবং তরিকুল ইসলাম নামে আরো এক ব্যক্তি পলাতক রয়েছেন।
Discussion about this post