
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার এস কে ওয়েরাগোদা, বাংলাদেশের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আর এম খান, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বলেন, সার্কের অন্তর্ভুক্ত হওয়ার ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে দু’দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে হবে। একই সঙ্গে ডিসিসিআই সভাপতি শ্রীলঙ্কায় ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্পের ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা প্রদান এবং বাংলাদেশ থেকে এসব পণ্য আরও বেশি হারে আমদানির আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান তাদের বক্তব্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার ভৌগোলিক সুবিধা গ্রহণ করে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
Discussion about this post