নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল হোসেন।
শনিবার বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম জানান, একদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন। তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সভায় উপস্থিত ছিলেন। তারা দু’জন শপথ নেবেন কি না সে বিষয়েও এ বর্ধিত সভায় আলোচনা হয়েছে।
Discussion about this post