নিজস্ব প্রতিবেদক
অদ্য ১৭/০২/২০২১ ইং তারিখ রােজ বুধবার দুপুর ১২ ঘটিকায় ঢাকা ট্যাকসেস্ বার এসােসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২১ সেশন) ১২ তম সভার সিদ্ধান্ত মােতাবেক বারের সদস্য জনাব মােঃ নুরুল আজহার সদস্য নং-(Noo025), পিতাঃ জনাব মােঃ মুজিবুর রহমান, ঠিকানা-৭৩ কাকরাইল রম নম্বর-৮০৭, ঢাকা,

জনাব মােঃ মিজানুর রহমান সদস্য নং(K0০072), পিতা-মৃত কাজী আক্তারুজ্জামান, ঠিকানাঃ ২৮/এ, কাকরাইল রােড, (দ্বিতীয় তলা), ঢাকা ও জনাব মােঃ মাসুদুর রহমান সদস্য নং-(M00712), পিতাঃ আলহাজ্ব মতিউর রহমান, ঠিকানাঃ ২৯৪/১, পশ্চিম কান্দাপাড়া,
নরসিংদী সদর, নরসিংদীর সদস্যপদের জন্য জাতীয় রাজস্ব বাের্ডের জাল আইটিপি সনদ ও বার কাউন্সিল এর জাল সনদ দাখিল করায় এবং জাতীয় রাজস্ব বাের্ডের আইটিপি সার্টিফিকেট এর সঠিকতা যাচাইকরণ চিঠি যার পত্র নম্বর০৮.০১.০০০০.০৩৭.০৬.৩৫.২০১৯/ তারিখঃ ২৮ জানুয়ারি , ২০২১ খ্রিস্টাব্দ এবং বাংলাদেশ বার কাউন্সিল এর চিঠি নং-বিবিসি/সেক-১/ঢাকা-১১৩০০/২০২০/২১২৫ তারিখ ডিসেম্বর ১৪, ২০২০ ইং অনুযায়ী বারের সংবিধান মােতাবেক সাধারণ সদস্যপদ বাতিল ঘােষনা করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।
নোটিশের সংযুক্তিঃ-.

Discussion about this post