বিডি ল নিউজঃ
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৫-২০১৬ বর্ষ নিবাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে জয়ী হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে শনিবার রাত সোয়া ৩ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা বারের সাবেক সভাপতি এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ৪ হাজার ৫৬২টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক পেয়েছেন ৪ হাজার ৩৩২টি ভোট।
সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট ওমর ফারুক ৪ হাজার ৬৪৩টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের অ্যাডভোকেট আয়ুবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৫৭টি ভোট। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সাদা প্যানেলের মোশাররফ হোসেন ৪ হাজার ৪৭৩টি ও নীল প্যানেলের আফরোজা বেগম শেলী পেয়েছেন ৪ হাজার ৪৫০টি ভোট।
সহ-সভাপতি পদে নীল প্যানেলে হারুন রশিদ খান ৪ হাজার ৫৭৭টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের তারিক হোসেন পেয়েছেন ৪ হাজার ২৬৩টি ভোট।
নির্বাচনে ১৫টি সদস্য পদের মধ্যে ১২টি পদে নীল প্যানেল জয়ী হয়। জয়ীরা হলেন- ফাতিমা ইয়াসমিন, রেহানা পারভীন, শাহনাজ পারভীন জোসনা, মিজানুর রহমান মিজান, মজিবর রহমান, মোস্তফা কামাল, শাহ আলম, মোহাম্মাদ কামাল হোসেন, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ আবুল কাশেম ও শফিকুল ইসলাম।
অন্যদিকে বাকি ৩টি সদস্য পদে সাদা প্যানেল জয়ী হয়। সাদা প্যানেলের জয়ীরা হলেন- ফাতেমাতুজ জহুরা মনি, লিলিয়া আক্তার লিলি ও তপো গোপাল ঘোষ।
এ নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা, বিএনপি-জামায়াত সমর্থিত নীল এবং দল নিরপেক্ষ সবুজ প্যানেলের ব্যানারে প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে মাঝে এক ঘণ্টার বিরতি দিয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলে।
এবারের নির্বাচনে মোট ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে প্রথম দিনে ৩ হাজার ৯১১ জন এবং দ্বিতীয় দিনে ৫ হাজার ১৮১ জন ভোট দেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বারের সাবেক সভাপতি এসএম আলতাফ হোসেন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- অ্যাডভোকেট রেজাউল করিম হিরন, অ্যাডভোকেট হাজী মো. মোহসীন, অ্যাডভোকেট আহমদ উল্লাহ আমান, অ্যাডভোকেট মাহমুদ হোসেন জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান ও মো. মতিউর রহমান ভূঁইয়া।
গত ২০১৪ ও ২০১৫ বর্ষের নির্বাচনে সভাপতি ও সম্পাদকীয় পদে ১০টিসহ বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল ১৯টি পদে জয়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ২৫টি পদের বিপরীতে মাত্র ৬টি সদস্য পদ পায়।
Discussion about this post