ঢাকা প্রতিনিধিঃ
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ৫ম যুগ্ম দায়রা জজ আদালতের পেশকার জালাল হোসেন একজন বিচার প্রার্থীর কাছ থেকে তার ছেলেকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে সাত লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর এর পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজের নিকট উক্ত পেশকারের বিরুদ্ধে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান লিখিত অভিযোগ করেন।
অভিযোগে ভুক্তভোগী ব্যাক্তির বক্তব্য তুলে ধরা হয় এবং সেখানে বলা হয়,” আমি হামিদা বেগম স্বামী মৃত মঙ্গল হোসেন সাং ২৯/১ দক্ষিণ মুহসেন্দি নারিন্দা থানা ওয়ারী জেলা ঢাকা। আমি এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিগত ০৯/০২/২০২০ রামপুরা থানার মামলা নম্বর ৯(২)২০২০ মামলায় আমার ছেলে মোঃ বিপ্লব হোসেন গ্রেফতার হয়।
গ্রেফতারের পর আমার ছেলেকে জামিন করানোর জন্য আমি আইনজীবী নিয়োগ করি কিন্তু একপর্যায়ে ঢাকা মহানগর দায়রা ৫ম যুগ্ম জজ আদালতের পেশকার মোঃ জালাল হোসেন আমার ছেলেকে দ্রুত জামিন করানোর কথা বলে প্রতারণা করে আমার কাছ থেকে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়।
টাকা নেয়ার ৯ মাস পেরিয়ে গেলেও জালাল পেশকার আমার ছেলেকে জামিন করাতে পারে নাই। আমি টাকা চাইলে সে আমাকে একটি ৩ লক্ষ টাকার ও একটি ২ লক্ষ টাকার চেক প্রদান করেন এবং বাকি ২ লক্ষ টাকা নগদ প্রদানের কথা বললেও অধ্য পর্যন্ত টাকা প্রদান করেন নাই। তিনি আমার ছেলেকে জামিন করতেও পারছেন না।
এমতাবস্থায় আমি ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশংকা করছি।
মহিউদ্দিন মামুন, ঢাকা জেলা প্রতিনিধ।
Discussion about this post