ডেস্ক নিউজ:
প্রথমে ফেসবুকে প্রেম করে, তারপর টিকটক তারকা বানানোর প্রলোভন দেখিয়ে তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনার ও তাঁর সহযোগী মেহেদী হাসান মাহি।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও ও বনানী থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগী তরুণীকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, ৮ নভেম্বর এক তরুণী হারিয়ে গেছে মর্মে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই তরুণীর ভাই। এরপর ছায়া তদন্ত শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে তরুণীকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তালতলা এলাকা থেকে মাহিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে বনানী থেকে গ্রেফতার করা হয় দিনারকে।
তিনি আরও জানান, একটি অসাধুচক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সী মেয়েদের সঙ্গে প্রথমে ফেসবুকে সম্পর্ক করে। এরপর তাদের টিকটক তারকা বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও দেখিয়ে তাদের ব্লাকমেইল করা হয়।
Discussion about this post