নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকায় ডিবি পরিচয়ে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময়ে তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবির জ্যাকেট, ওয়ারলেস সেট হ্যান্ডকাফ এবং ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়। ক্ষুদেবার্তায় বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তুরাগ ধওর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দেওয়া আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের সহকারী পুলিশ মোহাম্মদ সালাহউদ্দিন।
Discussion about this post