সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি হিসেবে দলবাজদের নিয়োগ চায় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, বিচারপতি হিসেবে দলবাজদের নিয়োগ আমরা দেখতে চাই না। সরকারকে সতর্ক করে বলতে চাই, যদি বিচারপতি হিসেবে দলবাজদের নিয়োগ দেয়া হয় তাহলে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আইনজীবীরা প্রতিবাদ শুরু করবে।
আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, আমরা শুনতে পাচ্ছি সরকার হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেবেন।
এমতাবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগের জন্য আমরা দাবী জানাচ্ছি। এর ব্যত্যয় হলে কঠোর পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। – চ্যানেল আই অনলাইন
Discussion about this post