বিডি ল নিউজঃ হজরত মুহাম্মদ (স.), হজ,ও তাবলীগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রীত্ব হারানোর পর এবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য এমনকি প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কৃত হলেন আবদুল লতিফ সিদ্দিকী।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাতদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আবদুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের প্রস্তাব করেন। এসময় বৈঠকে উপস্থিত সকলেই তার প্রস্তাব সমর্থন করেন।
এর আগে শেখ হাসিনার সূচনা বক্তব্যের পরে বৈঠক শুরু হয়ে। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post