দিনাজপুর ডেস্ক: চলমান সিভিল মোকদ্দমার বিষয়ে হস্তক্ষেপ করায় বীরগঞ্জ সহকারী জজ আদালত দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান ও বীরগঞ্জ থানার এ,এস,আই মাসুদ রানাকে সশরীরে উপস্থিত হতে নির্দেশপূর্বক শোকজ করেন। আদালতসূত্রে জানা যায় যে, বীরগঞ্জের দুই পক্ষের মধ্যে বীরগঞ্জ সহকারী জজ আদালতে একটি সিভিল মামলা ২২/২০১৮ অন্য চলমান এবং স্থিতাবস্থার (স্ট্যাটাস কো) আদেশ বহাল আছে। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নির্দেশনায় বীরগঞ্জ থানার এ,এস,আই মাসুদ রানা মোকদ্দমার বাদীকে তার ছেলে, মেয়ে, মেয়েজামাইসহ বিগত ৩০/০৬/২০১৮ তারিখে এসপি অফিসে তাদের দলিল ও কাগজ সাথে নিয়ে হাজির হতে নোটিশ দেন। বাদী ও তার পরিবার এএসপির অফিসে উপস্থিত হলে এএসপি মিজানুর রহমান তাদেরকে জমির ধান কাটতে নিষেধ করেন এবং আপোষ করে মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। আপোষে মিটমাট না করলে বিশেষ ব্যবস্থা নেয়ার ভয়ভীতি দেখান। আজ ১১/০৭/২০১৮ তারিখে ২২/২০১৮ অন্য মামলার শুনানীতে এধরনের চাপ প্রয়োগ সম্পর্কে বীরগঞ্জ সহকারী জজ আদালত অবগত হলে তিনি, কেন অতিরিক্ত পুলিশ সুপারের এধরনের কাজ বিচারকার্যক্রমে হস্তক্ষেপ সহ আদালত অবমাননা হবে না, মর্মে এএসপি ও এএসআইকে শোকজ করেন। এসময় আদালতে উপস্থিত আইনজীবীদের অনেকেই এরকম সাম্প্রতিককালে জমিজমার মামলা বিষয়ে জোর করে আপোষ করানোর একাধিক পুলিশি প্রচেষ্টার বিষয় উল্লেখ করে এর স্থায়ী প্রতিকার চান।
Discussion about this post