বিডিলনিউজঃ
বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কর সব মহড়া। তারই জের ধরে ইরানের রেভ্যুলিউশনারি গার্ড স্বীকার করেছে তারা এ মাসের শুরুতে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের মহড়া দিয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্যই তাদের এই মহড়া বলে জানিয়েছে রেভ্যুলিউশনারি গার্ড।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল হাসান খানজাদির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ‘কামান্দ’ মিসাইলের পরীক্ষা উপকূলে এবং সাগরে সফলভাবে সম্পন্ন হয়েছে। ইরানের যুদ্ধজাহাজে এই মিসাইল সিস্টেম সংযোজনের কাজ চলছে।
উল্লেখ্য, পরমাণু চুক্তি ভেঙে দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ ইরান। নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র কিনতে না পারলেও ইরান নিজেদের অস্ত্র কর্মসূচির আধুনিকায়ন করে চলেছে যা পশ্চিমাদের অস্ত্রের সমকক্ষ বলে ধারণা করা হয়।
সূত্র: রয়টার্স
Discussion about this post