শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব জাগ্রত করার লক্ষে শ্রীপুরে হাজী নজীবুল্লাহ দাখিল মাদ্রাসায় তাদের নিজ অর্থায়নে শনিবার দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় । “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” এ বিষয়ের উপর পক্ষে এবং বিপক্ষে বিতার্কিকরা তাদের মতামত উপস্থাপন করেন । এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান । তিনি তার বক্তৃতায় বলেন দুর্নীতি রুখতে হলে ধর্ম শিক্ষা যেমনিভাবে বাড়াতে হবে তেমনি ধর্ম শিক্ষা থেকে নৈতিকতা শিখতে হবে ।
মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হামজার সভাপতিত্বে অত্র মাদ্রাসার শিক্ষক কামাল হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রীপুর উপজেলার সদস্য রসায়নবিদ, কলামিস্ট সাঈদ চৌধুরী ।তিনি বলেন আমাদের অর্থনীতি বিশ্বে সবচেয়ে গতিশীল কিন্তু দুর্নীতির মত কড়াল গ্রাস থেকে আমরা বের হতে পারছিনা । দুর্নীতি দমন কমিশন খুব করে চাইছে যাতে করে দুর্নীতি নামক ব্যধি আমাদের থেকে দূর হয় আর তাই কোমলমতি শিক্ষার্থীদের দিয়েই শুরু । তোমাদের দেশকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে, তবেই তোমরা দেশকে দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে সক্ষম হবে । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট মানসুরুল আলম, চকপাড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন মাস্টার, অত্র মাদ্রাসার সকল শিক্ষক, দাতা সদস্য সহ অভিভাবক প্রতিনিধি ও সাধারণ সকল শিক্ষার্থীরা ।
সবশেষে হাজী নজীবুল্লাহ দাখিল মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট মানসুরুল আলম পক্ষে ও বিপক্ষ দলের মধ্যে পুরস্কার বিতরণী করে সম্পাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন ।
Discussion about this post