দেওয়ানী মামলার ধরণ ও প্রকৃতি এবং বিভিন্ন ধাপ সমূহ
দেওয়ানী মামলার ধরণ ও প্রকৃতি এবং বিভিন্ন ধাপ সমূহ জানব,তার আগে জানব দেওয়ানী মামলা কি? যেসব মামলার বিচার দেওয়ানি আদালতে হয় সেগুলোকেই দেওয়ানি মামলা বা Civil Case বলা হয়। কিন্তু দেওয়ানি কার্যবিধি আইনে দেওয়ানি আদালতের কোন সংজ্ঞা দেয়া হয়নি। আদালতের প্রকৃতি নির্ণয়ের একটি পরোক্ষ ইঙ্গিত দেওয়ানি কার্যবিধি আইনের ৯ ধারায় উল্লেখ করা হয়েছে।দেওয়ানি কার্যবিধি আইনের ৯ ধারার ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোন মামলায় সম্পত্তি বা পদের অধিকার নিয়ে (আইনগত) বিষয়ে প্রশ্ন উঠে, তবে সেই মামলাটি দেওয়ানি প্রকৃতির মামলা হিসেবে গন্য হবে।
দেওয়ানী মামলার ধরন ও প্রকৃতিঃ-
কোনো ক্লাবের সদস্য পদ থেকে কাউকে বেআইনিভাবে বহিঃষ্কারের বিরুদ্ধে দায়ের করা মামলা, প্রার্থনা করা অধিকারের মামলা , ঘোষণা মামলা ,দলিল বাতিল ,চিরস্থায়ী নিষেধাজ্ঞা ,বাটোয়ারা মামলা , চুক্তি রদ , সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মামলা ,দখল পুনঃরুদ্ধার সংক্রান্ত মামলা ,দলিল সংশোধন, অর্পিত সম্পত্তি পুনঃরুদ্ধার মামলা, আদেশমূলক নিষেধাজ্ঞা মামলা,ভাড়াটিয়া উচ্ছেদ মামলা ,হক সুফা অগ্রক্রয় মামলা ইজমেন্ট মামলা,অগ্রক্রয় মামলা ,টাকা মামলা, ভুমি জরিপ সংক্রান্ত মামলা ,আর্বিট্রেশন মামলা , পারিবারিক মামলাসাকসেশন মামলা , বিবাহ বিচ্ছেদ , খোরপোষ , দেন-মোহর ,অভিভাবকত্ব , দাম্পত্য অধিকার পুনঃরুদ্ধার মামলা ,অফিস সংক্রান্ত মামলা ঘোষনা মামলা ,আদেশমূলক নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা ,নির্বাচন সংক্রান্ত মামলা , চুক্তি রদ সংক্রান্ত মামলা ,চাকরি হতে অপসারণের নির্দেশ বেআইনি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্মচারীর মামলা।সরকার বা স্থানীয় স্বায়ত্বশাসিত সংস্থা কর্তৃক বা তার বিরুদ্ধে করা মামলা।বিবাহ বিচ্ছেদের মামলা।জমিজমা সংক্রান্ত বিরোধ।

দেওয়ানী মামলার বিভিন্ন স্তরঃ-
ধাপ-১
সেরেস্তাদারের নিকট মামলা দায়ের।
ধাপ -২
মামলা গ্রহন এবং নম্বর প্রদান।
ধাপ-৩
সমন ইস্যু
ধাপ-৪
বিবাদীর উপস্থিতি
ধাপ-৪.১
বিবাদীর অনুপস্থিতি
ধাপ-৫
লিখিত বিবৃতি দাখিল
ধাপ-৫.১
একতরফা শুনানী
ধাপ-৬
মিডিয়েশন
ধাপ-৬.১
একতরফা সাক্ষ্য গ্রহণ
ধাপ-৭
ইস্যু গঠন
ধাপ-৭.১
একতরফা আদেশ
ধাপ-৮
৩০ ধারায় পদক্ষেপ
ধাপ-৯
এস ডি
ধাপ-১০
চুডান্ত শুনানী
ধাপ-১১
অধিকতর শুনানী
ধাপ-১২
যুক্তিতর্ক
ধাপ-১৩
রায় প্রচার
ধাপ- ১৪
ডিক্রি প্রস্তুতকরণ
দেওয়ানী মামলার পূর্ব শর্ত সমূহঃ-
লেখকঃ ল ফর ন্যাশনস, ইমেইলঃ lawfornations.abm@gmail.com, মোবাইল: 01842459590.
আইন কি? আইন সম্পর্কে বিস্তারিত ধারণা সম্পর্কে আরও বিস্তারিত পড়ুন
Discussion about this post