বগুড়া প্রতিনিধি: চাঁনমিয়া মন্ডল
দেশব্যাপী আলোচিত”” আমরা বন্ধু ৯২/৯৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকায় আগামী ১২ ফেব্রুয়ারী শুক্রবার যুমনা ফিউচার পার্ক এ নবাব হলে বিকাল -৩ টা হইতে রাএী ৯ টা পর্যন্ত হতে যাচ্ছে হাজার হাজার বন্ধুদের মিলন মেলা উৎসব।
উক্ত হাজার বন্ধুদের মিলন মেলায় অংশগ্রহন করবেন বাংলাদের বিভিন্ন জেলার ৯২/৯৪ সালের SSC & HSC ব্যাচের ছাএছাএীরা।ব্যতিক্রমধর্মী ও দেশে এই প্রথম কোন বিশেষ এসএসসি ব্যাচের ছাএছাএীদ্বয় দলমতের উর্ধে উঠে চেনা অচেনা বন্ধুদের মিলন মেলা হচ্ছে।

এই নিয়ে ঢাকা সহ প্রতিটি জেলায় রীতমত হৈচৈ পড়ে গেছে দেশ বিদেশে সোসাল মিডিয়া বিভিন্ন গ্রুপে চলছে প্রচার প্রচারণ ও মিলন মেলায় যোগদান করা প্রস্তুতি।
৯২ সালে এসএসসি ব্যাচ করে ঐক্যবদ্ধের মাধ্যমে সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখায় হবে প্রধান কাজ বলে জানিয়েছেন আয়োজক আমরা বন্ধু ৯২/৯৪ ব্যাচের ছাএছাএীরা।
ফেসবুক সোসাল মিডিয়া আমরা বন্ধু ৯২/৯৪ আলোচিত ৯২ বন্ধু ৯২ SSC-92 সহ নানান নামে গ্রুপ পেইজ এর পোষ্ট, দিয়ে সারা ফেলে দিয়েছে মাঝে মাঝে লাইফ এ এসে গান পরিবেশন করবেন।
আমরা বন্ধু ৯২/৯৪ হাজার বন্ধুদের মিলন মেলায় বিভিন্ন ধরনে গিফট্ সহ নাস্ত ডিনার ও ডি জে পাটির এবং লটারীর আয়োজন থাকবে।
Discussion about this post