নিয়োগ বিজ্ঞপ্তি:
www.bdlawnews.com এর জন্য দেশের ৬৪ টি জেলা বারে একযোগে কোর্ট রিপোর্টার নিয়োগ চলছে। আপনি যদি সৎ ও কর্মঠ হোন আর গণমাধ্যমে কাজ করতে ইচ্ছুক হোন, তবে আবেদন করতে পারেন।
যোগ্যতা:
১.সর্বনিম্ন স্নাতক পাস হতে হবে;
২.উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে;
৩ .সৃজনশীল লেখালেখিতে যথেষ্ট দক্ষতা থাকতে হবে;
৪.মিশুক মনের অধিকারী হতে হবে;
৫. কৌশলী ও সাহসী হতে হবে;
৬.নেশা ও মাদক মুক্ত হতে হবে।
শর্তসমূহ:
১. জেলা পর্যায়ের সকল প্রতিনিধির জন্য অবশ্যই আইনের ছাত্রদের অগ্রাধিকার দেয়া হবে;
২.নিজের স্মার্টফোন থাকতে হবে;
৩.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে;
৪. পুরোনা নিউজ করা যাবে না ;
৫. কপি নিউজ করা যাবে না;
৬.ঘটনার সাথে সাথেই নিউজ করে সবার আগে পাঠাতে হবে;
৭. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে;
৮.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে;
৯.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধী নিউজ করা যাবে না;
সুযোগ সুবিধা:
১.পেশাগত দায়িত্ব পালনে কোন আইনি জটিলতায় আক্রান্ত হলে সংবাদকর্মীকে পত্রিকা থেকে আইনি সহায়তা প্রদান করা হবে;
২.পেশাগত দায়িত্ব পালনের সময় ক্যামেরা ভাংচুর বা হামলার শিকার হলে প্রতিষ্ঠান পাশে দাঁড়াবে;
৩.বিজ্ঞাপনের ২৫% প্রদান করা হবে; পরিচয় পত্র ও নিয়োগপত্র প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে ।
ই-মেইল করে যা যা পাঠাতে হবেঃ
১.নিজের নাম;
২.পিতার নাম;
৩.মাতার নাম;
৪.গ্রামের নাম;
৫.ইউনিয়নের নাম;
৬.কর্মরত জেলা, উপজেলার নাম;
৭.জেলার নাম;
৮.জন্ম তারিখ;
৯.এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
১০.নিজের থাকলে নিজের এবং পিতার ভোটার আইডি নম্বর দিতে হবে;
১১.নিজের মোবাইল নম্বর দিতে হবে;
#_আবেদন_পাঠাবেন_এই_ঠিকানায়ঃ bdlawnews.com@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ।
ঠিকানা: – ৪২/১/ খ, সেগুন বাগিচা, ঢাকা -১০০০
Web: www.bdlawnews.com
প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01774-679689
Discussion about this post