ডেস্ক রিপোর্ট:
বরাবরের মতো এবারও দেশের সেরা করদাতাদের সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২০-২১ কর বছরে সর্বোচ্চ আয়কর দেওয়ার জন্য ‘ট্যাক্স কার্ড’ পাচ্ছেন পাঁচজন আইনজীবী।
বুধবার (১৭ নভেম্বর) সর্বোচ্চ আয়কর প্রদানকারীদের তালিকা সংবলিত গেজেট থেকে এ তথ্য জানা গেছে।
আইনজীবী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, অ্যাডভোকেট কাজী মোহাম্মাদ তানজীবুল আলম, আহসানুল করিম, ব্যারিস্টার নিহাদ কবির ও তৌফিকা আফতাব।
প্রসঙ্গত, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তারা সড়ক, বিমান বা নৌপথের ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারসহ আরও কিছু সরকারি সুবিধা পাবেন।
Discussion about this post