বিডিলনিউজ: দৈনিক আমার দেশের প্রেসে তালা লাগিয়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আমার দেশের সাংবাদিকরা জানান, গত রাত সাড়ে ৮টার দিকে ডিবি এবং থানা পুলিশের একটি যৌথ টিম পত্রিকার তেজগাঁও শিল্প এলাকার লাভ রোডে ৪৪৬/ডি প্রেসে প্রবেশ করে। রাত পৌনে ১১টা পর্যন্ত তারা প্রেসের ভেতরে অবস্থান করে। ডিবি এ সময় প্রেস থেকে পত্রিকার বেশ কিছু পুরোনো সংখ্যা, অফিসের কাগজপত্র এবং কম্পিউটারে কি সংরক্ষিত আছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে। অভিযান চালানোর পর পুলিশ একটি কম্পিউটারের সিপিইউ নিয়ে যায়। পরে প্রেসে তালা লাগিয়ে দেয়। প্রেস ম্যানেজার মহিউদ্দিন জিলানী টিপু জানান, ডিবি পুলিশের একটি দল আদালতের নির্দেশনার কথা বলে প্রেসে তালা দিয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশের কাছে আদালতের নির্দেশনার একটি কপি চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। তবে প্রেসে তালা মারা হলেও প্রকাশনা বন্ধ করা হয়েছে সে সম্পর্কে পুলিশ কিছুই জানায় নি। এখান থেকে এখন আর পত্রিকা প্রকাশিত হচ্ছে না। কর্তৃপক্ষ অন্য কোনোভাবে অন্য কোথাও থেকে পত্রিকা ছাপাতে পারে।
Discussion about this post