ডেস্ক রিপোর্ট
দ্রুত নিষ্পত্তি ও মামলা জট নিরসনে বিশেষ জেলা জজ আদালত এবং বিশেষ দায়রা আদালতসমূহে পর্যাপ্ত সংখ্যক মামলা জরুরি ভিত্তিতে পাঠাতে নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনাক্রমে দেশের সব জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজদের প্রতি এই নির্দেশনা জারি করা হয়।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত নির্দেশনা রোববার (৬ মার্চ) জারি করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩‘ এর ৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, পরিবেশ আপীল আদালত এবং স্পেশাল জজ আদালতসমূহকে দেওয়ানি মামলার বিচারের জন্য বিশেষ জেলা জজ আদালত হিসেবে এবং ফৌজদারি মামলা বিচারের জন্য বিশেষ দায়রা আদালত হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল।
পরে ‘বিশেষ আদালত (অতিরিক্ত দায়িত্ব) আইন, ২০০৩’ -এর ধারা ৪(খ) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ঢাকায় অবস্থিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং ১, ২, ৩ ও ৪ কে ফৌজদারি কার্যাবিধি, ১৮৯৮ -এর উদ্দেশ্য পূরণকল্পে বিশেষ দায়রা আদালত হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে ওই আদালতগুলো বিশেষ দায়রা আদালত হিসেবে অভিহিত হবে মর্মে প্রজ্ঞাপন জারি করেছিল।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, কোনো কোনো জেলার জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজরা বিশেষ জেলা জজ আদালত এবং বিশেষ দায়রা আদালতে পর্যাপ্ত সংখ্যক মামলা প্রেরণ করছেন না।
ফলে বর্ণিত আইনের ক্ষমতাবলে ঘোষিত বিশেষ জেলা জজ আদালত ও বিশেষ দায়রা আদালতগুলোর মধ্যে অনেক আদালতে বিচারের জন্য পর্যাপ্ত সংখ্যক মামলা নেই। ফলে ওইসব আদালতের বিচারকরা পর্যাপ্ত সংখ্যক মামলা নিষ্পত্তি করতে পারছেন না। এতে দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে প্রণীত উল্লেখিত আইনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
এ অবস্থায়, দ্রুত মামলা নিষ্পত্তি ও মামলা জট নিরসনের লক্ষ্যে সরকার কর্তৃক ঘোষিত বিশেষ জেলা জজ আদালত এবং বিশেষ দায়রা আদালতগুলোতে পর্যাপ্ত সংখ্যক মামলা জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে। দেশের সব জেলার জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজকে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
Discussion about this post