ডেস্ক রিপোর্ট
নওগাঁর বদলগাছীতে আলোচিত তিন খুনের মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় দেন।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে সাইদুল ইসলাম, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, মোস্তফা, সোহাগ আলী ও হাসেম আলী। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে জায়েদ আলী ও মোস্তফা পলাতক রয়েছেন। আমৃত্যু কারাদণ্ডের আসামি হলেন একই গ্রামের মৃত মছিরের ছেলে হাশেম আলী।
মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধে ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হং । এ সময় প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ নামে তিনজন মারা যান। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে ২২ জনের নামে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মামলা চলাকালে মৃত্যু হওয়ায় দুজনকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
মামলার ২০ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক আসামিকে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড। অপরাধ প্রমাণ না হওয়ায় ১০ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায়ের পর কান্নায় ভেঙ্গে পড়েন আসামিদের স্বজনরা।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায় সমাজের জন্য আলাদা বার্তা বহন করে। এর মধ্যদিয়ে আগামীতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। তবে রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে যাবেন।
Discussion about this post